শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

গাজ্জায় যুদ্ধবিরতি ছাড়া ইসরাইলের সাথে জ্বালানি প্রকল্প নিয়ে কোন আলোচনায় যাবে না তুরস্ক

গাজ্জা উপত্যকায় যুদ্ধবিরতি না হলে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে জ্বালানি প্রকল্প নিয়ে কোন ধরনের আলোচনায় বসবে না তুরস্ক বলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন দেশটির জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আল্প-আরসালান বায়রাক্তার।

কারণ হিসেবে তিনি বলেন, এরকম আলোচনা সত্যিকার অর্থে ফিলিস্তিনিদের জন্য অসম্মানজনক, কারণ তারা দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরতার সম্মুখীন হচ্ছে।

বুধবার (৮ নভেম্বর) একটি তুরস্কের বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আল্প-আরসালান।

তিনি বলেন, এমন পৈশাচিক পরিবেশ ও বর্বরতার মধ্যে ইসরাইলের সাথে যেকোনো ধরনের প্রকল্প নিয়ে কথা বলা মানেই হল ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি অসম্মান প্রদর্শন করা।

জ্বালানি মন্ত্রী আরো বলেন, “এখন আমরা শুধুমাত্র যে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি তা হল, গাজ্জায় কিভাবে বিদ্যুৎ, পানি ও খাদ্য চাহিদা মেটানো যায়। আর এটিই একমাত্র প্রকল্প হতে পারে।”

মন্ত্রী আল্প-আরসালান বলেন, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনের পর থেকে গাজ্জার জনগণের জীবনযাত্রা থমকে দাঁড়িয়েছে।

এছাড়াও গাজ্জার উদ্দেশ্যে জেনারেটর পাঠানোর কথা উল্লেখ করে তিনি বলেন, এসকল জেনারেটর মিশরের রাফাহ সীমান্ত থেকে গাজ্জায় প্রবেশের অপেক্ষায় রয়েছে।

তিনি আরো বলেন, “আমরা সেখানে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও মোবাইল পাওয়ার প্ল্যান্ট পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছি। যাকে আমরা জ্বালানি জাহাজ বলে থাকি।”

সূত্র: মিডল ইস্ট মনিটর ও আল জাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img