তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, এত বেশি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে যে, যত তাড়াতাড়ি চেয়েছিলাম দুর্ভাগ্যবশত তত দ্রুত আমরা উদ্ধার তৎপরতা চালাতে পারিনি।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভূমিকম্প আঘাত হানা এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এক বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্নির্মাণ করা হবে।
তিনি বলেন, ভূমিকম্পের পর কিছু লোক বাজার ডাকাতি করছে। ক্ষতিগ্রস্থ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হলে সরকার দায়ীদের দ্রুত শাস্তি দিতে পারবে।