মঙ্গলবার, মে ১৩, ২০২৫

খুব অল্প সময়ে ৭৪ সালের দুর্ভিক্ষ দেখা দেবে : গয়েশ্বর

spot_imgspot_img

আওয়ামী লীগ নেতাকর্মীদের লুটপাটের কারণে দেশে খুব অল্প সময়ের মধ্যে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ দেখা দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ সরকার লুটেরাগোষ্ঠীর সরকার। তারা জনগণের টাকা বিদেশে পাচার করছে। দুর্নীতি, ভোট চুরি, লুটপাটের জন্য তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনাকে রেখে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই তাকে পদত্যাগ করতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো বিএনপির লক্ষ্য। তাদের কাছ থেকে জনগণের টাকা ফেরত নিতে হবে।

এ সময় রাজধানীসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য ইশরাক হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img