বুধবার, মার্চ ১২, ২০২৫

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ওমান সফরে গেলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও কূটনৈতিক আলোচনার লক্ষ্যে ওমান সফরে গেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকি। রবিবার কাবুল ত্যাগ করে তিনি ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশে রওনা হন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল আবু সাঈদীর আমন্ত্রণেই এ সফরে গেছেন মুত্তাকি।

সফরের মূল উদ্দেশ্য দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করা।

রবিবার (৯ মার্চ) আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া আহমেদ তাকাল বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, ওমানের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে মুত্তাকির।

তিনি বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। এছাড়া, ওমানের অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করবেন আফগান পররাষ্ট্রমন্ত্রী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হতে পারে, বিশেষ করে যদি এর মাধ্যমে উভয় দেশ রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে সমঝোতায় পৌঁছায়।

অন্যদিকে, অর্থনৈতিক বিশ্লেষকদের অভিমত, আফগানিস্তানে ওমানের বিনিয়োগকারীদের আকৃষ্ট করা গেলে এটি দেশটির জন্য অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত খুলে দিতে পারে।

প্রসঙ্গত, এর আগে সংযুক্ত আরব আমিরাত সফর করেন মাওলানা আমির খান মুত্তাকি, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, মাওলানা মুত্তাকির সফরসঙ্গী হিসেবে থাকা তিনজন আফগান নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলেও, এই সফরের জন্য ৯ থেকে ১৪ মার্চ পর্যন্ত তা সাময়িকভাবে শিথিল করা হয়েছে।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img