বিজেপি শাসিত ভারতের হরিয়ানা রাজ্যের একটি মসজিদে নামাজ চলাকালীন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। এরপর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (১০ এপ্রিল) কাশ্মীর মিডিয়া সার্ভিস থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাতে হরিয়ানা রাজ্যের সোনেপত শহরের সান্দাল কালানে এ আক্রমণের ঘটনা ঘটে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, রাতে উগ্র হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী তরবারি, ছুরি ও বাঁশের লাঠি নিয়ে মসজিদ চত্বরে প্রবেশ করে। এরপর তারা নামাজরত মুসল্লিদের উপর হামলা ও মসজিদটিতে ভাংচুর চালায়। এতে প্রায় ডজনখানেক মুসল্লী আহত হয়েছে। আহতদের সোনিপতের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য; এ ঘটনার পর হামলাকারীদের প্রকাশ্যে অস্ত্র হাতে ঘুরে বেড়ানোর ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সূত্র: কেএমএস











