শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরাইলকে অস্ত্র না দেওয়ার আহ্বান অ্যামনেস্টির

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ইসরাইল ও হামাসের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করা উচিত। অন্যথায় তারা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন করতে পারে।

এদিকে বাইডেনের হুঁশিয়ারির কোনো তোয়াক্কা না করেই রাফায় হামলা চালিয়েছে দখলদার ইসরাইল।

বৃহস্পতিবার (৯ মে) রাফায় হামলা চালানো হয়েছে। এর আগে বাইডেন ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ইসরাইল যদি দক্ষিণ গাজ্জার রাফা শহরে আক্রমণ চালায় তবে তিনি তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। হামাসের সঙ্গে সংঘাত চলাকালীন প্রথমবারের মতো এটাই ইসরাইলের প্রতি আমেরিকার সতর্কবার্তা ছিল।

কিন্তু বাইডেনের এই সতর্কবার্তা কানে তোলেনি নেতানিয়াহু। তারা ইতোমধ্যেই রাফায় ট্যাঙ্ক মোতায়েন করেছে এবং সেখানে অভিযান শুরু হয়েছে। রাফাকে হামাসের শেষ ঘাঁটি উল্লেখ করে সেখানে হামলা শুরু করেছে ইসরাইল।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ