শনিবার, মে ১০, ২০২৫

আ’লীগ নিষিদ্ধের দাবিতে আজ সারাদেশে গণজমায়েত

spot_imgspot_img

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করাসহ তিন দফা দাবিতে আজ শনিবার (১০ মে) সারা দেশে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছেন হাসনাত আবদুল্লাহ। বিকেল তিনটায় ঢাকার শাহবাগ মোড়ে গণজমায়েত হবে বলে জানান তিনি।

শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগামীকাল বিকেল তিনটায় গণজমায়েত, সারা ঢাকায় ফ্যাসিবাদ বিরোধী জনতা গণজমায়েতে যুক্ত হবেন। সারাদেশে জুলাইয়ের আন্দোলনের পয়েন্টে গণজমায়েত হবে। এই লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বাংলাদেশ পন্থীদের লড়াই। পাঁচ আগস্ট জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে তার আইনি ভিত্তি দেওয়ার লড়াই।’

তিনি আরও বলেন, ‘আমাদের অবস্থানের ২৫ ঘণ্টা পার হয়েছে। আমরা জানি না আর কতক্ষণ থাকতে হবে। আমরা তিন দফা দাবি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে।’

সর্বশেষ

spot_img
spot_img
spot_img