পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এসময় তিনি উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করার আহ্বান জানান।
শুক্রবার (৯ মে) তাদের মধ্যে ফোনালাপ হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস।
এসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উভয় দেশকে ভবিষ্যতে সংঘাত এড়াতে ‘গঠনমূলক’ আলোচনা শুরু করতে মার্কিন সরকারের সহায়তার প্রস্তাব দেন।