মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

করোনা শেষ হতে আরও অনেক বাকি, এটি এইডস ইবোলাকে ছাপিয়ে গেছে: ফাউসি

spot_imgspot_img

শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি সতর্ক করে দিয়ে বিশ্ব থেকে করোনাভাইরাস শেষ হতে আরও অনেক বাকি আছে।

এসময় কোভিড-১৯ রোগকে তিনি সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন বলে আখ্যায়িত করেন।

তিনি বলেন, গত চার মাস সময়ে এই ভাইরাসটি পুরো বিশ্বে বিপর্যয় নিয়ে এসেছে।

জৈবপ্রযুক্তি উদ্ভাবন সংস্থার একটি সম্মেলনে নির্বাহীদের সামনে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফাউসি বলেন, রোগটি এখনো শেষ হয়ে যায়নি।

তিনি আরও বলেন, লাখ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন। আর এটা এখনো শেষ হয়ে যায়নি। খুব খুবই অল্প সময়ের মধ্যে রোগটি ঘনীভূত হয়েছে।

তার মতে, ইবোলা ভীতিজনক ছিল, তবে রোগটি সহজে সংক্রামিত হতে পারে না। ইবোলার প্রাদুর্ভাব সবসময় একেবারেই স্থানীয় হয়।

এইচআইভিকে গুরুত্ব দিয়েও ফাউসি জানান, অনেকেই এইডসকে হুমকি মনে করে না। কারণ এটা নির্ভর করে ‘আপনি কে, আপনি কোথায় আছেন এবং আপনি কোথায় থাকেন’ -এ বিষয়গুলোর ওপর। কিন্তু করোনা পুরো গ্রহকে ছাপিয়ে গেছে।

বিশ্ব এখন পর্যন্ত ৭০ লাখের মতো মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন চার লাখ।

যুক্তরাষ্ট্রে এক লাখ ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img