আগামী ১১ ও ১২ জুলাই লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাটো শীর্ষ সম্মেলন। সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি বৈঠকে বসতে সম্মত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, রবিবার এরদোগান ও বাইডেনের মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়। সেখানে উভয়েই এ বৈঠকের বিষয়ে সম্মত হয়েছেন। এছাড়াও ফোনালাপে সুইডেনের ন্যাটো জোটে অন্তর্ভুক্তিকরনের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
সন্ত্রাসী সংগঠন পিকেকের সদস্যদের আশ্রয় ও সহায়তা প্রদান করায় সুইডেনকে ন্যাটো সদস্যপদ পেতে বাধা দিচ্ছে তুরস্ক। যদিও দেশটি এখনো নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ন্যাটোতে যোগদানের জন্য।
আর এ প্রচেষ্টার বিষয়ে এরদোগান বাইডেনকে বলেন, সম্প্রতি সন্ত্রাসীদের বিরুদ্ধে সংশোধনী বিল পাশ করে ‘কার্যকর পদক্ষেপ’ নিয়েছে সুইডেন। যেসব বিষয় গুলো পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থকদের প্রকাশ্য বিক্ষোভের দ্বারা বাতিল করা হয়েছিল।
এছাড়াও ওয়াশিংটন থেকে যুদ্ধবিমান কেনার বিষয়টি সমর্থন করায় প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন এরদোগান। তবে তুরস্কের কাছে এফ-১৬ জেট বিমান বিক্রির সাথে সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি সম্পৃক্ত করা ভুল হবে বলেও পরিস্কার করে জানিয়ে দিয়েছেন তিনি।
সূত্র: টিআরটি











