সুইডেনকে ন্যাটোতে জায়গা দেওয়ার বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জনের তুর্কি কৌশলকে সমর্থন জানিয়েছেন ন্যাটো প্রধান জেন্স স্টলেনবার্গ।
সোমবার (১০ জুলাই) রাজধানী ভিলনিয়াসে ন্যাটো শীর্ষ সম্মেলন উপলক্ষে লিথুনিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাওসিদার সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
স্টলেনবার্গ বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জনে তুরস্কের কৌশল ও প্রচেষ্টাকে আমরা সমর্থন করি।
এর ফলে সুইডেনের অনিশ্চয়তা আরো বেড়ে গেলো কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনো এই সম্মেলনে সুইডেনের যোগদান নিশ্চিত হওয়ার সম্ভাবনা দেখছি।
এর আগে সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমকে এরদোগান বলেছিলেন, “৫০ বছরেরও বেশি সময় ধরে যারা ইইউর দারে তুরস্ককে অপেক্ষা করিয়ে রেখেছে, ন্যাটোতে থাকা সেসব ইইউ নেতার প্রতি আমাদের আহবান থাকবে, আগে তুরস্কের জন্য ইইউর পথ উন্মুক্ত করুন তাহলে আমরাও ন্যাটোতে সুইডেনের পথ উন্মুক্ত করে দিবো, যেমনি ভাবে ফিনল্যান্ডকে করে দিয়েছি।”
উল্লেখ্য, মঙ্গলবার (১১ জুলাই) লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে শুরু হতে যাওয়া ২দিন ব্যাপী ন্যাটো শীর্ষ সম্মেলনে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর ভূমিকা, জোটের প্রতিরক্ষা ও প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার পদক্ষেপ এবং সুইডেনের সদস্যপদের অনুমোদন নিয়ে আলোচনা হবে। এছাড়া বৈঠক চলাকালীন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মাঝে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ারও কথা রয়েছে।
সূত্র: আনাদোলু











