বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

শুরু হলো ন্যাটো সম্মেলনের আনুষ্ঠানিকতা; মূল ফোকাস থাকবে এরদোগানের ওপর

তুরস্ক ও সুইডেনের সাথে আলোচনার মধ্যদিয়ে শুরু হলো এবারের ন্যাটো শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিকতা।

সোমবার (১০ জুলাই) ন্যাটোতে সুইডেনের যোগদান ও তুরস্কের আপত্তির বিষয়ে আলোচনার জন্য দেশ দুটির প্রধানকে নিয়ে বৈঠকে বসেছেন ন্যাটো প্রধান জেন্স স্টলেনবার্গ।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন বৈঠকে যোগ দিতে সম্মেলন কেন্দ্রে পৌঁছলে তাদের সাদরে গ্রহণ করে নেন ন্যাটো প্রধান জেন্স স্টলেনবার্গ। এসময় সবাইকে একে অপরের সাথে হাত মিলিয়ে সম্মেলন কেন্দ্রের একটি কক্ষে প্রবেশ করতে দেখা যায়।

এর আগে সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এরদোগান বলেছিলেন, “৫০ বছরেরও বেশি সময় ধরে যারা ইইউর দারে তুরস্ককে অপেক্ষা করিয়ে রেখেছে, ন্যাটোতে থাকা সেসব ইইউ নেতার প্রতি আমাদের আহবান থাকবে, আগে তুরস্কের জন্য ইইউর পথ উন্মুক্ত করুন তাহলে আমরাও ন্যাটোতে সুইডেনের পথ উন্মুক্ত করে দিবো, যেমনি ভাবে ফিনল্যান্ডকে করে দিয়েছি।”

আর এরদোগানের এই পরিকল্পনাকে সমর্থন জানিয়ে ন্যাটো প্রধান বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জনে তুরস্কের কৌশল ও প্রচেষ্টাকে আমরা সমর্থন করি।

উল্লেখ্য, মঙ্গলবার (১১ জুলাই) লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে শুরু হতে যাওয়া ২দিন ব্যাপী ন্যাটোর মূল শীর্ষ সম্মেলনে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর ভূমিকা, জোটের প্রতিরক্ষা ও প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার পদক্ষেপ এবং সুইডেনের সদস্যপদের অনুমোদন নিয়ে আলোচনা হবে। এছাড়া বৈঠক চলাকালীন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মাঝে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ারও কথা রয়েছে।

মোট ৩৭ টি দেশ এবারের বৈঠকে অংশগ্রহণ করতে যাচ্ছে। দেশগুলো হলো, আলবেনিয়া , অস্ট্রেলিয়া, বেলজিয়াম ,বুলগেরিয়া, কানাডা, ক্রোয়েশিয়া , চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক , এস্তোনিয়া, ফিনল্যান্ড , ফ্রান্স ,জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, জাপান , লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মন্টিনিগ্রো, নেদারল্যান্ডস , নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে , পোল্যান্ড, পর্তুগাল , রোমানিয়া , স্লোভাকিয়া, স্লোভেনিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন , সুইডেন, তুরস্ক , ইউক্রেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ।

শীর্ষ সম্মেলনে এই ৩৭টি দেশের ৪০ জন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং ১৫০ জন উচ্চ পদস্থ কর্মকর্তা অংশগ্রহণ করবেন।

সূত্র: আখবারু তুর্কিয়া

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ