কুমিল্লায় তরুণ ওলামা পরিষদের উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে কুমিল্লার কবি নজরুল ইসলাম ইনস্টিটিউটে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মুফতী জিয়াউদ্দীন গালিবের সভাপতিত্বে ও পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতী আকরামুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, মানবিক সংগঠন বিবেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব ইউসুফ মোল্লা টিপু।
মুখ্য আলোচক ছিলেন, পরিষদের উপদেষ্টা মুফতী নাঈমুল ইসলাম সাহেব।
সেমিনারে আরও বক্তব্য রাখেন, মুফতী সুলতান আহমদ জাফরী, মুফতী আতাউল্লাহ দয়াপুরী, মাওলানা আতিকুর রহমান আশরাফী, মাওলানা হেলাল উদ্দীন, মুফতী আবুল বাশার, মাওলানা আবু জাফর মোঃ সালেহ, মাওলানা মামুন মোস্তফী, মাওলানা নাজির ফাহিম, মাওলানা নুরুল হক সিরাজী, মাওলানা ইজহারুল হক সিরাজী, মাওলানা হাসান বিন শফিক, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আহমেদ ইসহাক, কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ হাসান আহমেদ, কুমিল্লা মহানগর ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা মামুন বিন নুরুল ইসলাম, কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ ইকরামুল হক প্রমুখ।
সেমিনারের সার্বিক তত্ত্বাবধান করেন পরিষদের সেক্রেটারি হাফেজ সাইফুল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ রাশেদুল ইসলাম ও প্রচার সম্পাদক হাফেজ ইসমাইল বিন হুসাইন।









