বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

সিরিয়ার সুন্নি মুসলিমদের গনহত্যার খলনায়ক বাশার বিরোধীদের সাথে তুর্কী পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত

শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সিরিয়ার স্বৈরশাসক ও সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক বাশার আল আসাদের বিরোধী পক্ষের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করেছেন তুর্কী পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ চাভুশওগলু।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিরোধী পক্ষের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সাক্ষাত শেষে এক টুইট বার্তায় তুর্কী পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

টুইট বার্তায় তিনি বলেন, সিরিয়ার জাতীয় বিরোধী জোটের প্রধান সালেম আল মাসলাত, নেগোসিয়েশন কমিশনের সভাপতি আনাস আব্দাহ ও অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আব্দুর রহমান মুস্তফার সাথে আমাদের সাক্ষাত হয়েছে। সিরিয় জনগণের বৈধ প্রতিনিধিত্বকারী দল, জোট ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img