যুদ্ধবিমানের পাখা থেকে দড়ি ঝুলিয়ে তৈরি হয়েছে দোলনা। প্রবল উচ্ছ্বাসে সেই দোলনায় বসে দুলছেন তালেবানের এক যুবক সদস্য। তাকে পিছন থেকে দোল দেওয়াতেও উৎসাহের অন্ত নেই অন্যজনের। আশপাশে দাঁড়িয়ে থাকা বাকিরাও প্রবল আনন্দে মাতোয়ারা। আফগানিস্তানে তালেবানের এমন আনন্দময় ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) আদিত্য রাজ কৌল নামে এক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে তালেবানের ওই ভিডিও। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়।
জানা গেছে, যে যুদ্ধবিমান থেকে দড়ি ঝুলিয়ে দোলনা বানানো হয়েছে, সেগুলো মার্কিনপুষ্ট সাবেক আফগান সরকারের বিমানবাহিনীর। কয়েক বছর আগে বিমানগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় বিমান বাহিনীর ঘাঁটিতেই পড়ে আছে সেগুলো।