ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৯২২ টন মানবিক সহায়তা বোঝাই একটি ট্রেন পাঠিয়েছে তুরস্ক।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ট্রেনটি রওয়া রওয়ানা দিয়েছে।
এই সহায়তায় রয়েছে, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপ। যা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পাঠানো হয়েছে।
তুর্কি সংবাদসংস্থা অনাদোলু জানিয়েছে, আফগানিস্তানের পুনঃশাসনের পর এটি সহায়তার ২৩তম ট্রেন, যা আঙ্কারার কাছ থেকে কাবুলের দিকে যাচ্ছে।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী বলেছেন, “যদিও আফগানিস্তান আমাদের ভূগোল থেকে দূরে, তবে আমাদের বন্ধুত্ব সীমান্ত অতিক্রম করেছে। আফগানিস্তান এবং তুরস্ক ঘনিষ্ঠ বন্ধু।”
সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এই ট্রেন প্রায় ৪৫টি ওয়াগন নিয়ে গঠিত এবং আগামী কয়েক দিনের মধ্যে তা আফগানিস্তানে পৌঁছে যাবে।
সূত্র: হুরিয়াত রেডিও