সোমবার | ১০ নভেম্বর | ২০২৫

পাকিস্তানের ভিত্তিহীন দাবির কারণে পাক-আফগান বৈঠক সফল হয়নি: মাওলানা মুত্তাকী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী বলেছেন, আফগানিস্তানের প্রতিনিধি দল আন্তরিক উদ্দেশ্যে আলোচনায় অংশ নিলেও পাকিস্তানি প্রতিনিধি দল সেখানে অবাস্তব প্রস্তাব ও দাবি উপস্থাপন করেছে, যার ফলে আলোচনা সফল হয়নি।

সোমবার (১০ নভেম্বর) আফগানভিত্তিক গণমাধ্যম হুরিয়াত রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তানি সামরিক প্রশাসনের সঙ্গে হওয়া সাম্প্রতিক আলোচনা থেকে পাকিস্তান সরে গেছে বলে জানিয়ে মাওলানা মুত্তাকী বলেন, “পাকিস্তান পক্ষের অযৌক্তিক ও বাস্তবতা-বিহীন দাবির কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে। তারা ভিত্তিহীন অভিযোগ তুলেছে এবং আমাদের প্রস্তাবগুলো উপেক্ষা করেছে। নিজেদের ঐতিহাসিক সমস্যার দায়ও আফগানিস্তানের ওপর চাপানোর চেষ্টা করেছে।”

তিনি বলেন, “যদি কোনো পক্ষ বা গোষ্ঠী এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে যা আফগানিস্তানের সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করে, তাহলে আফগানিস্তান আত্মরক্ষার পূর্ণ অধিকার রাখে। পাকিস্তানের গোপন উদ্দেশ্যের কারণে আমাদের ওপর দোষ চাপানো অগ্রহণযোগ্য।”

সতর্কবার্তা দিয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আফগানিস্তান ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে নিজের দায়িত্ব ও অঙ্গীকার পূরণ করেছে। ভবিষ্যতে কেউ সীমা লঙ্ঘন করলে তার জবাবদিহি নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “ইমারাতে ইসলামিয়া একটি সুষম ও বাস্তববাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। যুদ্ধ-পরবর্তী সময়কে আমরা অঞ্চল, আন্তর্জাতিক সমাজ এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার সুযোগ হিসেবে দেখি।”

পাকিস্তান সরকারের অভ্যন্তরে থাকা সামরিক গোষ্ঠীগুলোর সমালোচনা করে মাওলানা মুত্তাকী বলেন, “পাকিস্তান সরকারের ভেতরের সামরিক উপাদানগুলো এই ইতিবাচক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। তাদের অবস্থান আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।”

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img