গোলাপবাগে বিএনপির সমাবেশ হলেও রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের মূল সড়কসহ আশেপাশের এলাকা পুলিশ আজও আটকে রেখেছে। নাইটিংগেল মোড় ও ফকিরাপুলের মোড়ে রয়েছে পুলিশের ব্যারিকেড। ব্যারিকেডের দুই পাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এসব এলাকায় স্থানীয় লোকজন ছাড়া পুলিশ কাউকে প্রবেশ করতে দিচ্ছে না।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১২টার দিকে রাজধানীর পল্টন এলকায় এমন চিত্র দেখা গেছে। পল্টন এলাকায় আজ বিএনপির নেতাকর্মীদের দেখা যায়নি। যদিও নাইটিংগেল মোড় থেকে আওয়ামী লীগের একটি মোটরসাইকেল মিছিল দেখা যায়। নাইটিংগেল মোড়ে দেখা যায়, পল্টনের দিকে যেতে যে রাস্তা, সেটি অর্ধেক খুলে রাখা হয়েছে। এ পথে অন্তত অর্ধশতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
শফিকুল ইসলাম নামের এক পুলিশ সদস্য বলেন, নিরপত্তার স্বার্থে আমরা এখানে আছি। ব্যারিকেডের ভেতরে এখানকার স্থানীয় মানুষ ও জরুরি সেবার কাজে জড়িত ব্যক্তিদের ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না।