বিএনপির গণসমাবেশ সামনে রেখে লাঠি-পতাকা হাতে নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে লাঠির মাথায় পতাকা বেঁধে নেতাকর্মীরা অবস্থান নেন।
এসময় নেতাকর্মীদের বলতে শোনা গেছে, বিএনপির সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত এই লাঠি সবাই হাতে রাখবেন। পরে যাওয়ার সময় পতাকা বাঁধা লাঠি পার্টি অফিসে রেখে যাবেন। এতে নাম্বারিং করা আছে। কেউ পতাকা বাঁধা লাঠি নিয়ে যাবেন না।
যুবলীগের সহ সম্পাদক আবদুর রহমান জীবন বলেন, বিএনপি-জামায়াত যে নৈরাজ্য পরিস্থিতি তৈরি করার অপচেষ্টায় লিপ্ত সেটা যাতে না করতে পারে, বাংলাদেশের জনগণের জানমাল এবং সম্পদ রক্ষার্থে যুবলীগ চেয়ারম্যান শেখ পরশের নেতৃত্বে যুবলীগ সতর্ক অবস্থায় মাঠে আছে। যেহেতু এটা বিজয়ের মাস সেই হিসাবে আমরা জাতীয় পতাকা এবং আমাদের দলীয় পতাকা বহন করছি। এটা লাঠি হিসেবে দেখা কোনো অবস্থাতেই ঠিক হবে না।