বুধবার | ১০ ডিসেম্বর | ২০২৫

অবরুদ্ধ গাজ্জায় নৃশংস গণহত্যা: ইসরাইলের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান তুরস্কের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং নৃশংস গণহত্যার দায়ে ইসরাইলের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে তুরস্ক। জাতিসংঘে তুরস্কের কাউন্সিলর গুলসাহ কুমুরকু কাদের এ আহ্বান জানান।

জাতিসংঘের এক অনুষ্ঠানে তিনি বলেন, গাজ্জায় আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের কোনো দায়মুক্তি থাকা উচিত নয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

কাদের সতর্ক করে বলেন, বিশ্বব্যাপী গণহত্যা প্রতিরাধ কতটা জরুরি তার প্রমাণ গাজ্জা উপত্যকায় ইসরাইলের হামলা।

তিনি বলেন, ‘হলোকাস্টের’ বিরুদ্ধে সবাই সোচ্চার হলেও, আন্তর্জাতিক সম্প্রদায় গাজ্জায় গণহত্যার সমতুল্য হতে পারে- এমন গুরুতর নৃশংসতা প্রত্যক্ষ করছে।’ বিশ্বজুড়ে ‘বর্ণবাদ, ইসলামভীতি, বৈষম্য এবং অন্যের প্রতি কেবল অসহিষ্ণুতা’ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ জানান তিনি।

কাদের আরো বলেন, ‘গাজ্জায় আন্তর্জাতিক আইনের যে গুরুতর লঙ্ঘন হচ্ছে, তার জন্য কোনো দায়মুক্তি থাকা উচিত নয়। জবাবদিহিতাই হচ্ছে প্রতিরোধের মূল চাবিকাঠি।’

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img