রবিবার | ১১ জানুয়ারি | ২০২৬
spot_img

দেশকে ভারতের আধিপত্যমুক্ত করেছে অন্তর্বর্তী সরকার: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করেছে বলে দাবি করেছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ভারতের আগ্রাসী ভূমিকার বিপরীতে স্বাধীন কণ্ঠে কথা বলা যাচ্ছে।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের আয়োজনে (সিজিএস) ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, তাঁর কাছে মনে হয় বাংলাদেশে এখন সবার বাকস্বাধীনতা রয়েছে, শুধু সরকারে যারা আছেন, তাদের নেই। তিনি বলেন, ‘১০টা জিনিসের মধ্যে সরকার যদি চারটা জিনিস করে, সেই চারটা জিনিস করেছে স্বীকার করে বাকি যে ছয়টা করতে পারেনি। সেটার জন্য সমালোচনা করলে সমস্যা নেই। কিন্তু সম্মানজনক জায়গায় থাকা ব্যক্তিরা যখন বলেন, কিছুই হয়নি, তখন খুব দুঃখ লাগে।’

সাইবার বুলিং সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং হয়েছে আমার বিরুদ্ধে। আমার আমেরিকায় বাড়ি আছে, আমার পরিবার চলে গেছে আমেরিকায়। এগুলো যারা প্রচার করেছে তাদের বিরুদ্ধে কেউ কিছু বলেছেন?’

সংলাপে একজন বক্তা উপদেষ্টাদের ব্যর্থ আখ্যা দিয়ে পদত্যাগ দাবি করেন। এর জবাবে পরে আসিফ নজরুল বলেন, ‘এই অন্যায় আক্রমণ, সমালোচনা, সারাক্ষণ অশ্লীল, অশ্রাব্য গালাগালি, প্রাণনাশের আশঙ্কা। অবর্ণনীয় জীবন। এই জীবন কে উপভোগ করে? কিন্তু প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে দেননি। তিনি বলেছেন, পদত্যাগ করলে আরেকজনের মনোবল নষ্ট হবে। কাজ করে যাও। কাজ করে যাচ্ছি। আমাদেরও বলার সময় আসবে, সবকিছু জানবেন।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ