মঙ্গলবার, মে ১৩, ২০২৫

ধ্বংসস্তূপ থেকে ১০৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার

spot_imgspot_img

শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপের মধ্যে ১০৪ ঘণ্টা আটকে থেকেও বেঁচে ফিরলেন এক নারী। তাকে উদ্ধার করলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। উদ্ধারকৃত ওই নারীর নাম জেয়নেপ কাহরামান। বয়স ৪০ বছর।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তুরস্কের কিরিখান শহরের ধ্বংসস্তূপের মধ্যে থেকে জীবিত উদ্ধার করা হয় তাকে।

উদ্ধারকারী দলের প্রধান স্টিভেন বায়ার বলেন, “এখন আমি অলৌকিকতায় বিশ্বাস করি।” জেয়নেপকে উদ্ধারের পর হাততালিতে ফেটে পড়েন সামনে উপস্থিত জনতা। জার্মান উদ্ধারকারী দলের কর্মীদের জড়িয়ে ধরেন তার বোন জুবেয়দ।

জেয়নেপের পরিবার সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সোমবারের ভয়াবহ ভূমিকম্পের পর তার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন তারা। প্রায় দু’দিন পর কিরিখান শহরে এসে পৌঁছায় উদ্ধারকারী দল। উদ্ধারকাজ চলার সময়ই তারা টের পান ধ্বংসস্তূপের নিচে বেঁচে রয়েছেন জেয়নেপ। তাকে পাইপের মধ্যে দিয়ে পানীয় সরবরাহ করেন তারা। অবশেষে উদ্ধার করা হয় তাকে।

সূত্র: রয়টার্স

সর্বশেষ

spot_img
spot_img
spot_img