গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর বিমান হামলায় শহীদের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ২৮ হাজার ৬৪ জন শহীদ হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরে ১১৭ জন শহীদ হয়েছে।
গত ৭ অক্টোবর দখলদার ইসরাইলের সীমান্তে প্রবেশ করে বীরত্বের সাথে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই প্রতিশোধ হিসেবে গাজ্জায় পাল্টা আক্রমণ চালায় দখলদার বাহিনী।
চার মাসের বেশি সময় ধরে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে গাজ্জায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। সেখানে ইসরাইলী বাহিনীর তাণ্ডবে হাজার হাজার শিশুও প্রাণ হারিয়েছে। এছাড়া খাদ্য এবং নিরাপদ আশ্রয়ের তীব্র সংকট তৈরি হয়েছে।
জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজ্জার কোনো স্থানই এখন আর নিরাপদ নয়। সেখানকার অধিকাংশ মানুষই এখন একবেলা খাবার জোটাতেও হিমসিম খাচ্ছে।
সূত্র: এএফপি









