ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী থাকা ইসরাইলী জিম্মিদের পরিবারের সদস্যরা সরকার পতনের ডাক দিয়ে বিক্ষোভে নেমেছেন।
শনিবার (১১ মে) তেল আবিবে একটি জরুরি সংবাদ সম্মেলন করেন। সেখান থেকে সব ইসরাইলীকে রাস্তায় নেমে আসার এবং নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান তারা।
আজ শনিবার হামাস এক ইসরাইলী জিম্মির ভিডিও প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় এই জিম্মি নিহত হয়েছেন। তার মৃত্যুর সংবাদ প্রকাশের পরই অন্যান্য জিম্মিদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন।
এতে তারা বলেন, ইসরাইলী বাহিনীর সদস্যরা গাজ্জার যেসব অঞ্চল দখল করেছিল সেখানে হামাস আবারও পুনর্গঠিত হচ্ছে।
চলমান যুদ্ধে কোনো কৌশল নেই; ইসরাইলের উত্তরাঞ্চল এখন জ্বলছে। অপরদিকে দক্ষিণাঞ্চল শুটিং রেঞ্জে পরিণত হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন জিম্মিদের পরিবারের সদস্যরা। তারা দাবি করেছেন, শুধুমাত্র নেতানিয়াহুর কারণে জিম্মি চুক্তি হচ্ছে না।
তারা বলেছেন, নেতানিয়াহু শুধুমাত্র জিম্মিদের ফিরিয়ে আনতে বাধা দিচ্ছেন না। তিনি ইসরাইলকে সাফল্যও পেতে দিচ্ছেন না। হামাসের কাছ থেকে আমাদের জিম্মিদের মুক্ত করতে আমাদের নেতানিয়াহুর কাছ থেকে মুক্ত হতে হবে।
সূত্র: আলজাজিরা











