রবিবার, মে ১১, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের পর শাহবাগ থেকে শাপলা পর্যন্ত তৌহিদী জনতার বিজয় মিছিল

spot_imgspot_img

দল হিসেবে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর শাহবাগ থেকে শাপলা পর্যন্ত বিজয় মিছিল করে তৌহিদী জনতা।

শনিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পরপরই শাহবাগ থেকে বিশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় প্রেসক্লাব, পল্টন ও দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিলের শাপলা চত্বরে পৌঁছায় তৌহিদী জনতা।

এতে অংশ নেন মুফতী জসজিমুদ্দীন রাহমানী, শায়েখ আহমাদ রফিক, সাইয়েদ মাহফুজ খন্দকার, আসিফ আদনান, আবু তোহা আদনান, শামসুল আরেফীন শক্তি, মাওলানা আবদুল্লাহ আল মাসুদ, মুফতী শফিকুল ইসলাম, জাকারিয়া মাসুদ প্রমুখ।

শাপলা চত্বরে পৌঁছে তৌহিদী জনতা ইশার নামাজ আদায় করেন এবং পরে শুকরিয়া সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নামাজের পর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা শাপলা গণহত্যার বিচার দ্রুত শুরু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান।

এর আগে দুপুরের পর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রথমে শাহবাগে এবং পরে যমুনার সামনে ব্যাপক বিক্ষোভ করেন তৌহিদী জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসার আগ পর্যন্ত তারা বিক্ষোভ জারি রাখেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img