সোমবার, মে ১২, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ

spot_imgspot_img

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ওপারে দুটি বাঙ্কার নির্মাণ করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (১১ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চরধরমপুর বিওপির নায়েবে সুবেদার আশরাফুল ইসলাম।

এরআগে, শুক্রবার (৯ মে) আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২০১/১৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে এবং মেইন পিলার ২০১/১৭-আর থেকে আনুমানিক ২০০ গজ ভিতরে বালুর বস্তা দিয়ে এই বাঙ্কারগুলো নির্মাণ করে বিএসএফের সদস্যরা।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতীয় সীমান্তের মধ্যে তাদের চেকপোস্টের পাশে বালুর বস্তা দিয়ে বাঙ্কার নির্মাণের খবর পাওয়া গেছে। তবে বর্তমানে সীমান্তের অবস্থা শান্তিপূর্ণ।

এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও জানান কর্নেল গোলাম কিবরিয়া

সর্বশেষ

spot_img
spot_img
spot_img