ফিলিস্তিনের গাজ্জার দক্ষিণাঞ্চলে আগ্রাসন চালানোর সময় বিস্ফোরণে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের এক সেনা নিহত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) ইসরাইলি সেনাবাহিনীন বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।
জানা গেছে, নিহত ইসরাইলি সেনার নাম রেই বিরান (২১)। তিনি গোলানি ব্রিগেডের গোয়েন্দা ইউনিটের টিম কমান্ডার ছিলেন। বিরান ইসরাইলের শোরাশিমের বাসিন্দা।
ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, হামাসের ব্যবহৃত ভবন মাইন দিয়ে ভেঙ্গে ফেলার কাজ চলছিল। এসময় একটি বিস্ফোরণ ঘটে এবং বিরান আঘাতপ্রাপ্ত হন। কিছুক্ষণ পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
আইডিএফ জানিয়েছে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।









