শুক্রবার | ১১ জুলাই | ২০২৫

ঢাকায় জাতিসংঙ্গ মানবাধিকার কার্যালয় স্থাপন শহীদদের রক্তের সঙ্গে বেঈমানীর শামিল: মুফতী ইয়াহইয়া

spot_imgspot_img

জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া বলেছেন, ঢাকায় জাতিসঙ্ঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের চেষ্টা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানীর শামিল আমরা যাদের নিরাপদ মনে করেছিলাম, তারা আমাদের আশাহত করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর একটি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে মাওলানা খোবায়েবসহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মুফতী ইয়াহইয়া বলেন,শহীদ মুগ্ধ যেমন ২৪ এর গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ বিনির্মাণে একজন সৈনিক,মাওলানা খোবায়েবও ২৪ এর গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ বিনির্মাণে একজন সৈনিক।গণঅভ্যুত্থানে এদেশের স্কুল-কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের যেমন অবদান রয়েছে, তেমনি মাদ্রাসা পড়ুয়া ছাত্রদেরও অবদান রয়েছে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, সবার খবর পত্রিকারৎ সম্পাদক আবদুল গাফফার, মুফতী আব্দুল্লাহ ইদ্রিস, মুফতী ফারহান নাজিম প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img