জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা দুর্নীতি করবে এনসিপি তাদের ছাড় দেবে না। যদি এনসিপির নেতাকর্মীরাও দুর্নীতির সঙ্গে যুক্ত হয় দল তাদের বিরুদ্ধেও মাঠে নামবে। আমাদের আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাজির বিরুদ্ধে।
শুক্রবার (১১ জুলাই) জুলাই পদযাত্রার ১১তম দিনে বিকেলে যশোরে জজকোর্ট মোড়ে পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, একটি দল তাদের কোটি কোটি লোক আছে বলে জাহির করে। এনসিপিকে লোকের ভয় দেখাবেন না। এনসিপি জনগণের সঙ্গে ইনসাফ করা লোক চায়।
মুখ্য সংগঠক সার্জিস আলমের (উত্তরাঞ্চল) সঞ্চালনায় পথসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সদস্যসচিব আক্তার হোসেন কেন্দ্রীয় নেতা খালেদ সাইফুল্লাহ জুয়েল প্রমূখ।
পথসভা শেষে এনসিপির পদযাত্রা খুলনার উদ্দেশে রওয়ানা হয়।