শনিবার | ১২ জুলাই | ২০২৫

প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষ হত্যার তীব্র নিন্দা ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে জমিয়ত

spot_imgspot_img

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ মিটফোর্ড হাসপাতাল চত্বরে প্রকাশ্য দিবালোকে একজন নিরীহ ব্যক্তিকে পাথর মেরে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন।

আজ শুক্রবার (১১ জুলাই) রাজধানীর মিরপুরস্থ আরজাবাদ মাদ্রাসার মিলনায়তনে বাদ আসর দলের খাস কমিটির বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ এ নিন্দা জানান।

তারা বলেন, এই নির্মম হত্যাকাণ্ড কোন ভাবেই মেনে নেওয়া যায়না। আমরা বর্বরোচিত এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর সাথে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবী করছি। অপরাধী যেই হোক এবং তার দলীয় পরিচয় যাই হোক তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কোনও বিকল্প নেই। প্রশাসনকে অনতিবিলম্বে আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

নেতৃবৃন্দ শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে দেশবাসীকে শান্তি, শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img