জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহসভাপতি ও জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক অসুস্থ হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর সুস্থতার জন্য দেশবাসীর বিশেষ দোয়া কামনা করেছেন।
মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় এক বার্তায় তিনি বলেন আল্লামা বাবুনগরীর জন্য দোআ কামনা করেন।
তিনি বলেন, হেফাজত আমীর আল্লামা বাবুনগরী একজন বিদগ্ধ হাদীস বিশারদ ও হক্কানী আলেমে-দ্বীন। তিনি একাধারে দেশের শীর্ষ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস, শিক্ষাপরিচালক এবং ঈমান-আক্বিদাভিত্তিক অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের আমীর। তাঁর দরসের মাধ্যমে হাজার হাজার আলেম তৈরি হয়ে দেশ-বিদেশে ইসলামের খেদমত করে যাচ্ছেন। তিনি ঈমান-আক্বিদা ও ইসলামের নীতি-আদর্শের সুরক্ষা এবং দেশাত্মবোধ ও ইনসাফের পক্ষে এক আপোষহীন নেতা। সত্যনিষ্ঠতায় তিনি কখনোই ভয়-ভীতি, প্রলোভন ও জুলুমের কাছে মাথানত করেননি। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্রের এই সময়ে তাঁর নেতৃত্ব দেশ ও জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ।
মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, অনেক আগে থেকেই হেফাজত আমীর উচ্চমাত্রার ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। আজ দুপুরে তাঁর চোখের ছানি অপারেশন হয়েছে শুনলাম। বর্তমানে মহামারির কারণে জাতীয় পর্যায়ে স্বাস্থ্য পরিস্থিতি সঙ্কটময়। দয়াময় আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করছি, তিনি যেন হেফাজত আমীরকে পূর্ণ সুস্থতা ও দীর্ঘ হায়াতে তাইয়্যেবাহ দান করেন। পাশাপাশি দেশবাসীকেও করোনা মহামারিসহ সকল বিপদাপদ থেকে হেফাজত করেন। আমিন। পাশাপাশি দেশবাসীর কাছেও আল্লামা বাবুনগরীর সুস্থতার জন্য বিশেষ দোয়া কামনা করছি।