বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

বঙ্গবন্ধুর প্রতিটি কর্মসূচিতে নান্দনিকতা ছিল: নৌ প্রতিমন্ত্রী

spot_imgspot_img

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিটি কর্মসূচির মধ্যেই নান্দনিকতা ছিল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শুধু ধনী দেশ হলেই আমরা নান্দনিক হতে পারবনা। নান্দনিকতার ক্ষেত্রে মানব উন্নয়ন লাগবে।

মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ২০৪১: বাংলাদেশ হবে নান্দনিক শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, বঙ্গবন্ধু সুইজারল্যান্ডকে অনুসরণ করে সবুজ বিপ্লবের কর্মসূচি দিয়েছিলেন। আমাদের সমুদ্রে অধিকার প্রতিষ্ঠা করা, বাহাত্তর সালেই তিনি বলেছেন, আমাদের নদীর নাব্যতা কমে গেছে। নাব্যতা ফিরিয়ে আনতে হবে। সেজন্য একটা বিধ্বস্ত অর্থনীতির মধ্যেও তিনি সাড়ে তিন বছরে সাতটি ড্রেজার সংগ্রহ করেছিলেন। ২০০৮ সাল পর্যন্ত বিআইডব্লিউটিএ’র সেই সাতটি ড্রেজারই ছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নান্দনিক চিন্তার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা সারাজীবন শুনে আসছি নদী শাসন। কিন্তু প্রধানমন্ত্রী বলছেন, নদী শাসন না, নদী ব্যবস্থাপনা। নদীকে শাসন করা যাবেনা। নদী ব্যবস্থাপনার এই শব্দের মাঝেও নান্দনিকতা রয়েছে। প্রধানমন্ত্রী প্রায়ই আক্ষেপ করে বলেন, কীভাবে আমাদের ঢাকা শহরকে ধ্বংস করা হয়েছে। কীভাবে আমাদের খালগুলোর মাঝে বক্স কালভার্ট করা হয়েছে। একটা মৃত শহরের দিকে ধাবিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই চিন্তুগুলোর মধ্যেও আমরা নান্দনিকতা পাই।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img