রবিবার পশ্চিম তুরস্কের সিনদিরগি এলাকায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে।
ভূমিকম্পটি পশ্চিম তুরস্কের বেশ কয়েকটি শহরে অনুভূত হয়। এর মধ্যে ইস্তাম্বুল ও পর্যটননগরী ইজমিরও রয়েছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের উপকেন্দ্র সিনদিরগিতে প্রায় ১০টি ভবন ধসে পড়ে। এর মধ্যে শহরের কেন্দ্রস্থলে ধসে পড়া একটি তিনতলা ভবনও রয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে জানিয়েছেন মেয়র সেরকান সাক। তিনি বলেন, “এই তিনতলা ভবনে ছয়জন থাকতেন। চারজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।” তিনি যোগ করেন, বাকি দুজনকে বের করে আনার চেষ্টা চলছে। মেয়র আরও জানান, “ভবন ও মসজিদ ধ্বংস হয়েছে, কিন্তু প্রাণহানির কোনো খবর নেই।”
এএফএডি জানায়, ভূমিকম্প আঘাত হানে স্থানীয় সময় রাত ৭টা ৫৩ মিনিট। পরে ৩ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৬ মাত্রার কয়েকটি আফটারশক অনুভূত হয়।
তুরস্ক বেশ কয়েকটি ভূতাত্ত্বিক ফল্ট লাইনের ওপর অবস্থিত, যেখানে অতীতে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পশ্চিমে দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫৩ হাজার মানুষ মারা যায় এবং আন্তাকিয়া শহর, যেখানে প্রাচীন অ্যান্টিওক শহর অবস্থিত, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ বছরের জুলাইয়ের শুরুতে একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্পে একজনের মৃত্যু এবং ৬৯ জন আহত হয়।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড









