তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৮১ বছর বয়সী এক নারীর মৃত্যু খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে কমপক্ষে আরও ২৯ জন, ধসে পড়েছে ১৬টি বহুতল ভবন।
আজ সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে, রোববার (স্থানীয় সময়) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে সিনদিরগি শহরে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ওই শহরেই।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার কিছুক্ষণ পরেই ৮১ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। ভূমিকম্পে ১৬টি ভবন সম্পূর্ণ ধসে পড়ে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কম্পন ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়েছে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি এবং প্রতিবেশী সিরিয়ায় আরো পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ওই ভূমিকম্পের দু’বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো লাখো মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে।









