বৃহস্পতিবার | ১১ সেপ্টেম্বর | ২০২৫

ফিলিস্তিনের আরেক মেয়রকে আটক করেছে ইসর|ইল

দখলকৃত ফিলিস্তিনের আরেকজন মেয়রকে আটক করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দক্ষিণ জেনিনের সিলাতুজ জুহর এলাকায় অতর্কিত অভিযান চালিয়ে তাকে অবৈধভাবে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে অবৈধ রাষ্ট্র ইসরাইল মেয়র আব্দুল ফাত্তাহ আবু আলী আটকের পূর্বে সিলাতুজ জুহরে অসংখ্য সেনা মোতায়েন করে। সন্ত্রাসী কায়দায় বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে মেয়র ছাড়াও ওয়ালিদ কিলানী ও তার পুত্র মুহাম্মদ এবং আকরাম আল হানতুলী নামক ব্যক্তিদের আটক করে।

এছাড়া পশ্চিম তীরের সংবাদমাধ্যম ও সংস্থাগুলো জানায়, ইসরাইল নতুন করে ব্যাপক আকারে ধরপাকড় শুরু করেছে। জেরুসালেম বা পবিত্র কুদস নগরী, বাইতে লাহাম, রামাল্লাহ, হেবরন ও বিশেষত জেনিনে তারা ব্যাপক তল্লাশী ও ধরপাকড় করছে। আজ মেয়র আব্দুল ফাত্তাহ সহ এখন পর্যন্ত মোট ১৮ জনকে আটক করে নিয়ে গিয়েছে অবৈধ রাষ্ট্রটির সেনারা।

বাইতে লাহামের আইজা ক্যাম্প থেকে ৪ জন, তুলকারেমের আত্তিল শহর থেকে ৪ জন, রামাল্লাহ থেকে ৩জন, হেবরন থেকে ২জন, পবিত্র কুদস নগরীর কাফর আ’কাব থেকে ১ ও জেনিনের সিলাতুজ জুহর থেকে মেয়র সহ ৪ জন, মোট ১৮ জন। এছাড়া পবিত্র কুদসের বিদ্দু থেকেও বহু ফিলিস্তিনিকে আটক করা হয়, যাদের নির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি।

এর আগে হেবরন, আল কুবাইবা এবং হারিসের গভর্নরদেরও আটক করে নিয়ে যায় মার্কিন মদদে গাজ্জায় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রটির সেনারা।

সূত্র: ওয়াফা, এসএইচএফএ, আল জাজিরা

spot_img
spot_img

এই বিভাগের

spot_img