মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

হুতিদের নিক্ষেপ করা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

spot_imgspot_img

সৌদি আরবে হামলা চালাতে নিক্ষেপ করা প্রতিবেশী দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দুটি বিস্ফোরকভর্তি ড্রোন ধ্বংস করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের বরাতে বার্তা সংস্থা এসপিএ এমন খবর দিয়েছে।

জোট বাহিনী ইরান সমর্থিত হুতিদের ছোড়া ড্রোন দুটির গতিরোধ করে ধ্বংস করার দাবি করলেও এ বিষয়ে হুতিরা কোনো মন্তব্য করেনি বলে রয়টার্স জানিয়েছে।

২০১৪ সালের শেষ দিকে শিয়া ধর্মের হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে সুন্নি সরকারকে ক্ষমতাচ্যুত করে।

এরপর তারা দেশের অধিকাংশ স্থান দখল করে নিলে ২০১৫ সালের মার্চের শেষ দিকে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনীগুলোর জোট।

তারপর থেকে সৌদি জোটের বেপরোয়া বোমাবর্ষণ ও বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি লড়াইয়ে ক্ষতবিক্ষত হয়েছে ইয়েমেন।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরু হওয়ার পর থেকে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img