বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত জুলাই সনদের আইনী ভিত্তি ও ৫ দফা দাবিতে জনমত গড়ার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর শাখা মতবিনিময় সভা করেছে।
শুক্রবার (১০অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জামালখান প্রেসক্লাবে মহানগরের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল এর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি, মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ ও নির্বাহী সদস্য মাওলানা আনাস বিন আব্বাস এর যৌথ সঞ্চালনায় আলোচনা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আলী উসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আবিদ শাকির ও সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোল্লা খালেদ সাইফুল্লাহ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম- ১৩ (আনোয়ারা, কর্ণফুলী) হাফেজ মাওলানা জয়নুল আবেদীন, মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুল হালীম, মহানগরীর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হক, বায়তুল মাল সম্পাদক মাওলানা রাসেল, মহানগরীর প্রচার সম্পাদক মোহাম্মদ জাহেদ হাসান, মহানগরীর প্রকাশনা সম্পাদক আব্দুল মান্নান, যুব মজলিসের সমাজ কল্যাণ সম্পাদক আশরাফ উদ্দিন প্রমূখ
সমাপনী পর্বে, মহানগর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ ঘোষণাপত্র ও কেন্দ্র ঘোষিত নিম্নোক্ত ৫-দফা দাবী পাঠ করেন।
১️.জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
২️.জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।
৩️.আগামী নির্বাচনে প্রকৃত লেভেল-প্লেইং ফিল্ড নিশ্চিত করা।
৪️.জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।
৫️.জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন।
পরে কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আলী উসমান এর দোয়ার মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্ত ঘোষণা করা হয়।