ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মাঝে অনানুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তির অগ্রগতির আভাস পাওয়া গেছে। হামাস এরই মধ্যে মধ্যস্থতাকারী রাষ্ট্র মিসরের কাছে ইসরাইলি বন্দীদের একটি তালিকা দিয়েছে।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মধ্যস্থতাকারী কর্মকর্তারা জানিয়েছেন যে, উভয় পক্ষের মাঝে অনানুষ্ঠানিকভাবে আলোচনা চলছে এবং তাতে অগ্রগতিও হচ্ছে। এভাবে অনানুষ্ঠানিকভাবেই আগে একটি যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুতের চেষ্টা চলছে।
লন্ডনভিত্তিক কাতারি সংবাদমাধ্যম আল আরাবি আল জাদিদের এক প্রতিবেদনে বলা হয়, বন্দীবিনিময় চুক্তিতে যাদের মুক্তি দেয়া সম্ভব, হামাস তাদের একটি প্রাথমিক খসড়া মিসরীয় পক্ষকে দিয়েছে। ওই তালিকার সাথে হামাস আরেকটি তালিকা পেশ করেছে। যেখানে বন্দীবিনিময় চুক্তিতে হামাস যাদের মুক্তি চায়, তাদের নাম জানানো হয়েছে।
সূত্র : জেরুসালেম পোস্ট