বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর | ২০২৫

ওবায়দুল কাদের ও মাকসুদ কামালের বিরুদ্ধে সাদিক কায়েমের জবানবন্দি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ওবায়দুল কাদের ও সাবেক ঢাবি ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে সাদিক কায়েমসহ ডাকসুর তিন নেতা ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তার কাছে জবানবন্দি দেন তারা। জবানবন্দি দেয়া অপর দুইজন হলেন, ডাকসু সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী, পরিবহন সম্পাদ আসিফ আব্দুল্লাহ জবানবন্দি দেন।

জবানবন্দি শেষে সাদিক কায়েম বলেন, শেখ হাসিনার সঙ্গে সমন্বয় করে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগকে দিয়ে তৎকালীন ভিসি মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর নির্দেশনা দিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা অংশ সেইফ এক্সিট দিতে চেষ্টা করছে।

এ সময় শেখ হাসিনাসহ আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তিনি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img