মাঘ আসার আগেই বাঘ কাঁপানো শীতের দাপট দেখাচ্ছে পৌষের শেষ সপ্তাহ। নোয়াখালীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হওয়ায় বিপর্যস্ত হয়ে উঠেছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতের পোশাক পরেও কাঁপছে মানুষ।
শনিবার (১১ জানুয়ারি) দিনব্যাপী হাতিয়া উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বিআরটিএ নোয়াখালী সার্কেল এসব কর্মসূচি গ্রহণ করে।
এদিকে কুয়াশায় নিরাপদে গাড়ি চালানোর জন্য মোটরযান চালক ও মালিকদের সতর্কতামূলক মাইকিং-লিফলেট বিতরণ করা হয়েছে। জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দেখা যায়, দিনের শুরুতে ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস। ভোর থেকে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। সড়কে যানবাহন চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে। কুয়াশা ও শীতের কারণে খেতমজুর ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছেন। তারা সময় মতো কাজে যেতে পারছেন না। শীতের কবলে পড়েছে নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের হতদরিদ্র মানুষগুলো। এক টুকরো কম্বলের জন্য চেয়ে আছে সরকারি সহায়তার দিকে।









