সোমবার | ১২ জানুয়ারি | ২০২৬
spot_img

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করেছেন ট্রাম্প

নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আমেরিকায় আটকের পর তীব্র আন্তর্জাতিক বিতর্কের মধ্যে ট্রাম্প এই দাবি করলেন।

আজ সোমবার (১২ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে শেয়ার করা ছবিতে তিনি এ দাবি করেন। ছবিতে মনে হচ্ছে, উইকিপিডিয়ার একটি এডিট বা সম্পাদিত অংশ। সেখানে ২০২৬ সালের জানুয়ারি থেকে তাকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ছবিতে ট্রাম্পের রাজনৈতিক ইতিহাসের বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়েছে। সেখানে তাকে আমেরিকার ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়। এতে আরও উল্লেখ করা হয় যে, তিনি সর্বশেষ ২০ জানুয়ারি ২০২৫ তারিখে দায়িত্ব গ্রহণ করেছেন।

তাছাড়া, ট্রাম্প মজা করে মার্কো রুবিওকে কিউবার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার ধারণাটিও নিশ্চিত করেছেন। তিনি একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে এই ধরনের দাবি করা হচ্ছে যার ক্যাপশন ছিল ‘আমার কাছে ভালো লাগছে।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ