বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,গত ১৪ বছরে বিএনপির ৫০ লাখ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যেই বিএনপির কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি দিচ্ছে ক্ষমতাসীনরা।
রবিবার (১২ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, রাষ্ট্রপতির মনোনয়ন নিয়ে আগ্রহী নয় বিএনপি, সরকার কি করছে না করছে, সে বিষয়ে কিছু বলতে চাই না।
তিনি আরও বলেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে।