বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

চীনের সাথে সামরিক চুক্তি স্বাক্ষরের পর তুরস্ক থেকে ড্রোন কিনল মালদ্বীপ

গুরুত্বপূর্ণ ও বিশাল অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তুরস্কের কাছ থেকে নজরদারি ড্রোন কেনার চুক্তি স্বাক্ষর করেছে দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র মালদ্বীপ।

তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমে এ বিষয়টি উঠে এসেছে।

তুর্কি সংবাদমাধ্যম অনুযায়ী, মালদ্বীপের মাফারু (নোনু অতল) দ্বীপে একটি শক্তিশালী ড্রোন ঘাঁটি নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যেখানে, তুরস্ক থেকে কেনা এই সামরিক ড্রোন গুলো পরিচালনা করা হবে।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর সর্বপ্রথম তুরস্ক সফর করেছিলেন মুহাম্মাদ মুইজু। এ সফরে তিনি তুরস্কের বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি পরিদর্শন করেন। একই সময়ে তুরস্কের একটি কোম্পানির কাছ থেকে ড্রোন কেনার চুক্তি স্বাক্ষর করেন তিনি।

উল্লেখ্য, গত সপ্তাহে চীনের পক্ষ থেকে মালদ্বীপকে বিনামূল্যে সামরিক সহায়তা প্রদান ও দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসময় মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মোহামেদ মোমুন ও চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা বিষয়ক উপ-পরিচালক মেজর জেনারেল চ্যাং বাওকুন উপস্থিত ছিলেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ