‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল হতেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে লোকে লোকারণ্য এক প্রাঙ্গণে। হাজার হাজার মানুষের ঢল নামে সেখানে।
‘মার্চ ফর গাজা’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিতে রাজধানী ছাড়িয়ে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন নানা শ্রেণি ও পেশার মানুষ।
সকাল সাতটা থেকেই ছোট ছোট মিছিল জমতে শুরু করে উদ্যান চত্বরে। কারো হাতে ফিলিস্তিনি পতাকা, কারো হাতে ‘Free Palestine’, ‘Stop the Genocide’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড। কেউবা গলা মেলাচ্ছেন প্রতিবাদী স্লোগানে, কেউ দাঁড়িয়ে আছেন নীরবে।
আয়োজকরা জানান, এই মার্চের উদ্দেশ্য শুধুই সংহতি জানানো নয়। বরং বিশ্ববাসীকে একটি বার্তা দেয়া যে বাংলাদেশী জনগণ অন্যায়, নিপীড়ন ও দখলের বিরুদ্ধে।