রবিবার, এপ্রিল ১৩, ২০২৫

মুফতী আবদুল মালেকের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে র‍্যালি

‘মার্চ ফর গাজা’ শীর্ষক গণজাগরণমূলক কর্মসূচিতে অংশ নিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতীব মুফতী আবদুল মালেকের নেতৃত্বে একটি বিশাল মিছিল সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে রওনা হয়। মিছিলটি গন্তব্যের পথে শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে— ‘গাজার গণহত্যা বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও’।

মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন জাতীয় মসজিদের খতীব শাইখুল হাদীস মুফতী আবদুল মালেক। তার পাশাপাশি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। মিছিলে অংশ নেন রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে আগত মাদরাসার ছাত্র, আলেম, সাধারণ জনগণ এবং নবপ্রজন্মের বিপুলসংখ্যক যুবক।

সবার হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, কালেমার পতাকা ও প্রতিবাদী প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল— “Free Palestine”, “Stop the Genocide”, “Save Gaza”। মিছিলের পুরোটা সময় জুড়ে অংশগ্রহণকারীরা এক কণ্ঠে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে থাকেন। ব্যানার ও প্ল্যাকার্ডে ফুটে ওঠে গাজার প্রতি সহমর্মিতা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা।

 

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img