হামাসের হাতে বন্দি ইসরাইলীদের মুক্তি দিলে আগামীকাল থেকেই গাজ্জায় যুদ্ধবিরতি সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার (১১ মে) রাজধানী ওয়াশিংটনের সিয়াটলে এক জনসভায় তিনি এ কথা বলেন।
বাইডেন বলেন, হামাস যদি আজ সব জিম্মিকে ছেড়ে দেয়, তাহলে আগামীকালই গাজ্জায় যুদ্ধবিরতি সম্ভব। দখলদার ইসরাইলের কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন- গাজ্জায় যুদ্ধবিরতি এখন পুরোটাই হামাসের ওপর নির্ভর করছে। যদি হামাস আজ জিম্মিদের ছেড়ে দেয়, তাহলে আজ থেকেই গাজ্জায় ইসরাইলী হামলা বন্ধ করা হবে এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা করা হবে।
সূত্র: এএফপি











