সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান বর্তমানে তুরস্ক সফরে রয়েছেন। এ সফরে তিনি ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাথে একটি বৈঠক করেছেন।
বৈঠকের পর তিনি তুর্কি ভাষায় এক টুইট বার্তায় বলেন “এ সফরে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাথে দেখা করতে পেরে আমি আনন্দিত।”
তিনি আরও বলেন, “এ বৈঠকে আমাদের দুই দেশের মধ্যেকার কৌশলগত বিষয় ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা ও উভয় দেশের সমৃদ্ধশালী ভবিষ্যতের দিকে যাত্রা করার বিষয়েও আলোচনা হয়েছে।”
তবে এ সফর নিয়ে এর চেয়ে বেশি কোন তথ্য গনমাধ্যমের কাছে প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য; গত শনিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখতে তুরস্কে পৌছান আরব আমিরাতের প্রেসিডেন্ট। গত মাসের ২৮ মে এরদোগান পুনরায় নির্বাচিত হলে বিশ্ব নেতাদের পাশাপাশি তিনিও তাকে স্বাগত জানিয়েছিলেন।
সূত্র: মিডিল ইস্ট মনিটর











