বরিশাল সিটি করপোরেশনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে এখন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ১৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। তার প্রাপ্ত ভোট ১০ হাজার ১৮১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মুফতী ফয়জুল করিম। তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ৮৭৮।
এদিকে, বরিশালে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও দুপুর হতেই পরিস্থিতি বদলে যায়। সৈয়দ ফয়জুল করিম অভিযোগ করেন, নগরীর কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে তাকে দেখে চড়াও হয় নৌকার সমর্থকরা।
এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। অবশ্য দ্রুতই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বরিশালে সকাল থেকেই পছন্দের নগরপিতা নির্বাচন করতে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি ছিল। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সকাল সাড়ে ১০টায় ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সার্বিক অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন খোকন সেরনিয়াবাত। বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এভাবে ভোটগ্রহণ চললে জয়ের ব্যাপারে আশাবাদী।











