শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

কুয়েতে অগ্নিকাণ্ডে নিহতদের ৪০ জনই ভারতীয়

কুয়েতের দক্ষিণাঞ্চলীয় আহমাদি গভর্নরেটের মানগাফ এলাকায় বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও অর্ধ-শতাধিক।

নিহতদের মধ্যে ৪০ জনই ভারতীয় নাগরিক। তবে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে কোনও বাংলাদেশি নাগরিক আছেন কি-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

স্থানীয় সময় বুধবার (১২ জুন) ভোরের দিকে মানগাফ এলাকার ছয় তলার ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভবনটি শ্রমিকদের জন্য ব্যবহার করা হতো। এর গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগার পর ধোঁয়া ওপরের দিকে উঠে যায়। যে কারণে সেখানে ঘুমিয়ে থাকা শ্রমিকরা দমবন্ধ হয়ে মারা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, কুয়েতে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে অন্তত ৪০ ভারতীয় নাগরিক আছে। তাদের মধ্যে পাঁচজন কেরালার বাসিন্দা। ওই ভবনে ১৯৫ জন শ্রমিক ছিলেন; যাদের বেশিরভাগই কেরালা ও তামিলনাড়ুর বাসিন্দা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ