ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে যাওয়া ইমামদের কার্যকলাপের নিন্দা জানিয়ে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় বলেছে, ইউরোপের এই কথিত ইমামরা মুসলিমদের প্রতিনিধি নয়।
শুক্রবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে নিন্দা জানিয়ে এ কথা বলে বিশ্ববিদ্যালয়টি।
বিবৃতিতে বলা হয়, এই ব্যক্তিরা দাবি করেছেন, তাদের সফরের লক্ষ্য ছিল আন্তঃধর্মীয় সংলাপ এবং সহাবস্থান প্রচার করা। কিন্তু তারা ফিলিস্তিনিদের ওপর ২০ মাসেরও বেশি সময় ধরে চলা গণহত্যা, আগ্রাসন এবং নিরপরাধ মানুষকে হত্যাকে উপেক্ষা করে এগুলো করছে।
বিবৃতিতে আরও বলা হয়, তারা ইসলাম অথবা মুসলিমদের প্রতিনিধিত্ব করে না। ব্যক্তিগত ও রাজনৈতিক লাভের আশায় নৈতিকা বিসর্জন দেওয়া, নিজ ধর্মের সঙ্গে বেঈমানি করা এসব ব্যক্তিদের ব্যাপারে আমরা সতর্কতা দিচ্ছি।
এসব কথিত ইমামদের সমালোচনা করে ইউরোপিয়ান কাউন্সিল অব ইমামস বলেছে, এই ইমামরা ইউরোপীয় মুসলিমদের কোনো বড় প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট নয়। সংস্থাটি বলেছে, ইসরাইলি ক্রিমিনালদের সঙ্গে কথিত ইমামদের বৈঠককে মিডিয়ায় যেভাবে ফলাও করে প্রচার করা হয়েছে এতে আমরা বিষ্মিত।
উল্লেখ্য, গত সপ্তাহে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে দেখা করেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা ১৫ জন কথিত ইমাম। এসময় তারা ইসরাইলের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা ঘুরে দেখেন। তারা দাবি করেছেন, মুসলিম ও ইহুদিদের মধ্যে শান্তির বার্তা পৌঁছে দিতে তারা ইসরাইলে গেছেন। কথিত এই ইমামদের দলটি এখনো ইসরাইলেই অবস্থা করছে।
সূত্র: দ্য নিউ আরব